শিরোনাম

ভাঙনকবলিত কলাপাড়ার গৈয়াতলা এলাকার বেড়িবাঁধ

Views: 79

মো:আল-আমিন, পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়নের গৈয়াতলা বেড়িবাঁধে আবারও ভাঙন শুরু হয়েছে। এতে কৃষকসহ ৬ গ্রামের ১০ হাজার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। তাই জরুরিভিত্তিতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নীলগঞ্জ ইউনিয়নকে রক্ষার জন্য প্রায় ৫০ বছর আগে সোনাতলা ও আন্ধারমানিক নদীর তীরে নির্মাণ করা হয় ৪০ কিলোমিটারের বেড়িবাঁধ। এরপর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এ বাঁধের বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দেয়। যদিও বর্ষা মৌসুম এলে মেরামত করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সর্বশেষ গত বছরের অক্টোবরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বাঁধের গৈয়াতলা পয়েন্টের ১২০ মিটার অংশে ভাঙন দেখা দেয়। পরবর্তী সময়ে এ বছরের মে মাসে ঘূর্ণিঝড় মোখা থেকে রক্ষার জন্য ওই অংশে ২০ লাখ টাকার জিও ব্যাগ ফেলে পাউবো। কিন্তু এই সংস্কারের মাত্র আড়াই মাসের মাথায় আবারো ভাঙন শুরু হয় ওই পয়েন্টেই। সোনাতলা নদীতে বিলীন হয়ে যায় জিও ব্যাগসহ রিভার সাইটের ৭০ মিটার বাঁধ। ফাটল দেখা দিয়েছে বাঁধের বড় অংশজুড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে গৈয়াতলা, উমেদপুর, হাকিমপুর, মোহাম্মদপুর, মোস্তফাপুর ও পূর্ব সোনাতলা গ্রামের ১০ হাজার মানুষ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *