চন্দ্রদীপ নিউজ : রাজধানীতে রবিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) – এর প্রধান কার্যালয়ে বিসিএসআইআর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিসিএসআইআর এর পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আফতাব আলী শেখ এবং সিলেট বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচায অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভূইয়া সমঝোতা চুক্তিতে সই করেন।
এসময় অন্যান্যের মধ্যে গবেষণা সমন্বয়কারী ডক্টর অহেদুল আকবর উপস্থিত ছিলেন।
এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গবেষক ও শিক্ষকের পাশাপাশি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কৃষি ও শিক্ষায়, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং যৌথ গবেষণা কার্যক্রমের সুযোগ পাবে।