পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় বুধবার মাথায় শ্রেণিকক্ষের সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে প্রিয়াংকা পাল নামে এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিক ওই ছাত্রীকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এতে তার মাথায় ৫/৬টি সেলাই দেওয়া হয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।
জানা গেছে, প্রিয়াংকা গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ঘটনার সময় বিদ্যালয়ের একটি জরাজীর্ণ কক্ষে ১৮ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছিল। এ সময় ফ্যান ছিঁড়ে নিচে পড়ে। তখন প্রিয়াংকার পাশে থাকা এক শিক্ষার্থী তাকে ধাক্কা দেয়। তাই সরাসরি মাথার ওপর না পড়ে কানের কাছে ফ্যানের পাখা লাগলে প্রিয়াংকা মাটিতে লুটিয়ে পড়ে। দুই বছর আগেও একই ভবনে আরেক ছাত্রী এভাবে আহত হয়েছিল বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান।
আরো পড়ুন : রাঙ্গাবালীতে গৃহবধূকে মারধর করায় আদালতে মামলা
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গলাচিপা হাসপাতালে চিকিৎসা শেষে প্রিয়াংকাকে বাসায় নেওয়া হয়েছে। সব চিকিৎসা খরচ স্কুল কর্তৃপক্ষ বহন করেছে।