পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে নির্মাণ কাজ শেষ হওয়ার ১০ দিন পরই হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ।
নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরাবস্থা হয়েছে মহিপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত ৩.৩ কিলোমিটার সড়কের। ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের এ সড়কের নির্মাণ কাজ করে শহীদুল এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
উপজেলা এলজিইডি অফিসের উদাসীনতা ও ঠিকাদারের গাফিলতির কারণে সড়কের এমন বেহাল দশা হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
আরো পড়ুন : গলাচিপায় পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার – অবশেষে বহিষ্কার
এবিষয়ে কোনো কথা বলতে রাজি হননি কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান।
তবে সড়কটির তদারকি কর্মকর্তাকে কারণ দর্শানোর সুপারিশের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নতুন করে নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার।
এ বিষয় পটুয়াখালীর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লতিব হোসেন বলেন, অতিরিক্ত বৃষ্টি এবং ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার কিছুটা ক্ষতি হয়েছে। তবে ঠিকাদারকে বলা হয়েছে রাস্তাটি ঠিক করে দেওয়ার জন্য।