শিরোনাম

বাউফলে চার সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে যুবলীগ নেতার মামলা

Views: 61

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে গৃহবধূকে বাগিয়ে নেওয়ার অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা করেন তার স্বামী। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবলীগ নেতা বুধবার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে চার সাংবাদিকের নামে মামলা করেছেন।

আসামিরা হলেন কালবেলার বাউফল প্রতিনিধি জিএম মশিউর রহমান মিলন, বাউফল প্রতিদিন ডটকম অনলাইন পোর্টালের সম্পাদক এনামুল হক এনা, বেসরকারি টেলিভিশন সময় টিভির স্টাফ রিপোর্টার মনির হোসেন ও দৈনিক ভোরের আকাশের বাউফল প্রতিনিধি মো. ফিরোজ।

বাদী আরিফুজ্জামান খান রিয়াদ বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও যুগান্তরের বাউফল স্টাফ রিপোর্টার।

আরো পড়ুন : নির্মাণের ১০ দিন পরই হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ

এর আগে ‘অন্যের বউ বাগিয়ে নেওয়ার অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা’ শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশিত হয়। বাগিয়ে নেওয়া ওই নারীর স্বামী মাইনুল ইসলাম জানান, যুবলীগ নেতা রিয়াদ খান কৌশলে তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। সর্বশেষ ১৩ জুন ভোররাতে তার স্ত্রীকে রিয়াদের সঙ্গে আপত্তিকর অবস্থায় তার শাশুড়ি দেখতে পান। পরে রিয়াদ খান তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে যুবলীগ নেতা আরিফুজ্জামান খান রিয়াদ বলেন, ‘মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে। এ কারণে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছি।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *