শিরোনাম

পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Views: 59

পটুয়াখালী প্রতিনিধি :: প্রধানমন্ত্রী ভারত সফরে দেশ বিরোধী সব চুক্তি বাতিল ও দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টায় দেশ বিরোধী সব চুক্তি বাতিল ও দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি স্থানীয় লঞ্চঘাট চত্বর হতে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটের প্রধান গেটে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ব লঞ্চঘাট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ মুফতি মো. হাবিবির রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাও. মু. নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি আলহাজ মাও. কাজী গোলাম সরোয়ার, সহসভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, সাবেক সেক্রেটারি মাওলানা আর আই এম অহিদুজ্জামান, সদর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার মো. সিদ্দিকুর রহমান, ইশা শ্রমিক আন্দোলনের সভাপতি মো. জসিম উদ্দিন জাফর, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাও. আনসার উদ্দিন আনসারী, ইশা যুব আন্দোলনের সভাপতি মো. জাহিদ হোসেন লিটন, ওলামা মাশায়েখ পরিষদের সাধারন সম্পাদক হাফেজ মো. ফেরদাউস খান, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মু. রফিকুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন : রাঙ্গাবালীতে সেতু ভেঙে আহত পথচারী

বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে অবিলম্বে ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করার পাশাপাশি দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। সমাবেশে ও বিক্ষোভ মিছিলে বৈরী আবহাওয়ার মধ্যে শত শত নেতাকর্মী অংশগ্রহন করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *