শিরোনাম

পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, মৎস্য ও কৃষিখাতে ব্যাপক ক্ষতি

Views: 50

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিতে জলাবদ্ধতা। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় আজও অতিভারী বৃষ্টিপাত হচ্ছে।

শুক্রবার (৫ জুলাই) সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় কলাপাড়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। আর গত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত।

গত আট দিনের টানা ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেক নিচু স্থানে। তলিয়ে গেছে অসংখ্য রাস্তাঘাটসহ ঘরবাড়ি। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। লোকসানের মুখে পড়েছেন সবজী চাষিসহ কৃষকরা। আগামী ২৪ ঘণ্টা উপকূলীয় এলাকায় এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

আরো পড়ুন : পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উপজেলা নীলগঞ্জ ইউপির পাখিমারা গ্রামের সবজি চাষি জাকির হোসেন জানান, একটানা বাড়ি ভারি বর্ষণের কারণে সবজি ক্ষেত তলিয়ে গিয়ে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার চাকামইয়া ইউপির মৎস্য ব্যাবসায়ী সেলিম হাওলাদার জানান, বৃষ্টির পানির সঙ্গে নদীর পানি বেড়ে গিয়ে আমার ৩টি মাছের ঘের সম্পূর্ণ তলিয়ে গেছে। এতে আমার কয়েক লক্ষ টাকার মাছ ভেসে গিয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কয়েকদিনের অতি বর্ষণের ফলে উপজেলার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা মৎস্য চাষিদের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছি।

পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরে কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ২৪ ঘণ্টা উপকূলীয় এলাকায় এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *