শিরোনাম

পটুয়াখালীতে স্বর্ণের দোকানে ভাঙচুর ও মারধরের অভিযোগ

Views: 60

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে চাঁদার টাকা না পেয়ে সেঁজুতি গোল্ড প্লেট হাউজে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে নতুন বাজার একেএম কলেজ রোড এলাকায়। ঘটনার সঙ্গে জড়িত অমল দাস (৪০), অনিল দাস (৪২) ও শুভ দাস (২০)কে আসামি করে পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দোকানি সেঁজুতি গোল্ড প্লেট হাউজের স্বত্বাধিকারী সজল কর্মকার।

আরো পড়ুন : কলাপাড়ায় সবজিতে আগুন – মাছে নাভিশ্বাস

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় পূর্ব বিরোধের জেরে অমল, অনিল ও শুভ সেঁজুতি গোল্ড প্লেট হাউজে প্রবেশ করে চাঁদার টাকা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় দোকানে থাকা শিপলু কর্মকারকে (সজল কর্মকারের শ্যালক) ও খোকনকে মারধর করে এবং ভাঙচুর করে। এ সময় আশপাশের দোকানের লোকজন ও পথচারীরা চিৎকার শুনে ঘটনাস্থলে আসলে অমল গং হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে বীরদর্পে চলে যায়। ভাঙচুরে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক সজল কর্মকার।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *