বরিশাল অফিস :: জলবায়ু পরিবর্তনের কারণে কমেছে মাছের উৎপাদন। আবার নদীতে চলাচলে সৃষ্টি হয়েছে নানা সংকট। এমন অবস্থায় ভোলার চরফ্যাশন উপজেলার জেলেরা নদীতে জাল ফেলেও কাক্সিক্ষত ইলিশ না পেয়ে খালি হাতে হতাশ হয়ে তীরে ফিরছেন। উপজেলার নদ-নদীতে এমন সংকট দূর করতে এবার জেলেদের ট্রলারে জুড়ে দেওয়া হয়েছে ফিশ ফাইন্ডার জিপিএস সুবিধা।
যার মাধ্যমে জেলেরা নদী ও সাগরে মাছ ধরতে যাওয়ার সময় প্রতিকূল পরিবেশ মোকাবিলা, নিজেদের গতিপথ ও মাছের পর্যাপ্ততা নির্ণয় করতে পারবেন। এতে করে একদিকে যেমন জেলেরা নদীতে মাছ পাবেন, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হতে পারবেন তারা। এছাড়া জেলেরা রক্ষা পাবেন প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে।
জানা গেছে, সাগর ও নদীতে মাছ ধরার ওপর নির্ভরশীল চরফ্যাশন উপকূলীয় এলাকার দুই লাখেরও অধিক জেলে। তারা জীবনের ঝুঁকি জেনেও অথৈ সমুদ্রে ছোট ছোট নৌযানে করে মাছ শিকারে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। জেলেদের কাছে এ এক চ্যালেঞ্জিং পেশা এবং নেশা। সাম্প্রতিক সময় হঠাৎ করেই কমে যায় চরফ্যাশন উপজেলার জল সীমানায় ইলিশের বিচরণ।
উপজেলার জেলেরা বলছেন, এবারের মতো এতো কম ইলিশ আর কোনো বছর পাইনি। যার ফলে আমরা এবং আড়তদাররা ধার-দেনায় জড়িয়ে পড়েছি। নদীতে অনেক ডুবোচর থাকায় সঠিক স্থানে জালও ফেলা যাচ্ছে না। এই পরিস্থিতে লড়াই করে টিকে থাকতে আমরা দলগতভাবে জিপিএস পদ্ধতি ব্যবহার করতে শুরু করেছি। এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা নিজেদের অবস্থান নির্ণয়ের পাশাপাশি কোথায় মাছ আছে তাও খুব সহজেই জানতে পারছি। তাছাড়া নদীতে চলার পথে ডুবোচর রয়েছে কিনা তাও নির্ণয় করতে পারছি।
চরফ্যাশন উপজেলার উপকূলীয় এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএ প্রথম জেলেদের হাতে এই সুবিধা তুলে দেন। এই সংস্থার নির্বাহী পরিচালক কামাল উদ্দিন জানান, জেলেরা যদি এই প্রযুক্তি ব্যবহার করেন তাহলে তারা নিজেদেরকে দুর্যোগ থেকে রক্ষা করতে পারবেন। জেলেদের সুবিধার কথা ভেবে আমরা এ পর্যন্ত উপজেলার বিভিন্ন মাছ ঘাটে ২৫টি জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) জেলেদের ট্রলারে স্থাপন করেছি।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার বলেন, জেলেদের নিরাপত্তাসহ নদী-সাগরে মৎস্য আহরণে কতটি মাছ ধরার ট্রলার বা নৌযান রয়েছে তা নির্ণয়ের জন্য অনেকটা সহজ সমাধান দিতে পারে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম)। এই উপজেলার প্রত্যেক জেলেদের আধুনিক প্রযুক্তির জিপিএস সুবিধা দিতে পারলে তারা নদী-সাগরে কম সময়ে অধিক মাছ শিকার করতে পারবেন। পাশাপাশি এই জিপিএস ব্যবহারের মাধ্যমে জেলেরা সতর্ক অবস্থায় থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবেন।