শিরোনাম

পিরোজপুরের স্বপ্নের বঙ্গমাতা সেতুর বছরপূর্তি : বরিশাল-খুলনার ১৬ জেলার সঙ্গে গড়ে উঠেছে সরাসরি সড়ক নেটওয়ার্ক

Views: 356

এস এম পারভেজ (পিরোজপুর): খরস্রােতা কচা নদীর ওপর নির্মিত স্বপ্নের ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দ্বার উন্মোচনের আজ এক বছর পুর্ণ হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আর এ সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে মধ্য দিয়ে পাল্টে গেছে গোটা দক্ষিনাঞ্চলের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ব্যবস্থা।
সরাসরি সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠেছে বরিশাল বিভাগের পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনাসহ খুলনা বিভাগের খুলনা ও বাগেরহাটসহ মোট ১৬টি জেলার। আমূল পরিবর্তন ঘটছে আর্থ-সামাজিক ও বানিজ্যিকসহ বহূবিধ ক্ষেত্রে।

বঙ্গমাতা সেতুর এক বছর পুর্ন হওয়াতে আজ সোমবার বঙ্গমাতা সেতু ও সেতু এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন, শারিকতলা ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি, বিটিভি ও যুগান্তর প্রতিনিধি এস এম পারভেজ এবং আলোকিত বাংলাদেশের প্রতিনিধি হাসান মামুন এসময় পরিদর্শনে উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে সেতু প্রকল্প এলাকা একটি চিত্ত বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। সেতু দেখতে সকাল-বিকেল নানা বয়সের নারী-পুরুষ এখানে এসে নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন। সেতু সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে ‘চন্দ্রবিন্দু পার্টি প্যালেস এ্যান্ড রিসোর্ট’, যেখানে প্রতিদিনই নানান বয়সের মানুষ হৈচে আর আড্ডায় মুখরিত থাকছে সেতু এলাকা।

কচা সেতু প্রকল্পের ব্যাবস্থাপক (পিএম) ও পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, ২০১৮ সালের ২০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কচা নদীর ওপর সেতু নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধন করার মধ্য দিয়ে সেতুর আনুষ্ঠানিকতার কাজ শুরু হয়। ৯শ’ ৯৮ মিটার দৈর্ঘ্য ও ১৩ দশমিক ৪০ মিটার প্রস্তের এই সেতুতে ৯টি স্প্যান ও ১০টি পিলারসহ যাবতীয় কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। নান্দনিক এ সেতুটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৮শ’ ৮৯ কোটি টাকা। তন্মধ্যে ৬শ’ ৫৪ কোটি গ্রান্ড অনুদান দিয়েছে চীনা সরকার, আর বাকি ২শ’৪৪ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার। ৪২৯ মিটার ভায়াডাক্টসহ সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪২৭ মিটার এবং প্রস্ত ১০ দশমিক ২৫ মিটার ((ডবল লেন)।

পিরোজপুর জেলা শহরের প্রায় পাঁচ কিলোমিটার পূর্বদিকে কচা নদীর মনোরম পরিবেশে কুমিড়মারা-বেকুটিয়া পয়েন্টে সেতু নির্মাণের এক বছর পূর্ন হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত এই কচা সেতুর দ্বার উন্মোচন করার আগে পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রানসিম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম কয়েকবার পরিদর্শনে আসেন। পরিদর্শনে আসেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসীন হবার পরপরই এই নদীর ওপর সেতুর গুরুত্ব বিবেচনা করে চীন সরকারের সঙ্গে ২০১৬ সালের ১৬ জুন দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হবার পরই প্রকল্পের কাজ আরম্ভ করে চীন সরকার। প্রকল্পের শতভাগ কাজ শেষ হওয়ায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের প্রায় ১শ’ কি:মি: সরাসরি সড়ক যোগাযোগের ক্ষেত্রে এক নব-দিগন্তের যেমন সূচনা করলো, তেমনি দেশের গভীর সমুদ্র বন্দর পায়রা ও মোংলা এবং সমুদ্র সৈকত সাগরকন্যা কুয়াকাটাসহ সুন্দরবন ও স্থলবন্দর বেনাপোলের সঙ্গেও সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ায় দেশের গুরুত্বপূর্ন অর্থনৈতিক অঞ্চল হিসেবে ‘পিরোজপুর জেলা’ এখন দক্ষিণ উপকূল অঞ্চলের বিশেষায়িত একটি জেলা, এমনটাই মনে করছেন প্রকল্পের সংশ্লিষ্টরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *