শিরোনাম

পটুয়াখালীর দশমিনায় ভেঙে পড়ার ৭ বছরেও নির্মিত হয়নি সেতু

Views: 377

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের সুতাবাড়িয়া নদীর ওপর নির্মিত সেতুটি সাত বছর আগে বালুবোঝাই কার্গোর ধাক্কায় মাঝখানের অংশ ভেঙে গেছে। কিন্তু এতদিনেও নতুন সেতু নির্মাণ কিংবা ভাঙা সেতু সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে ১১টির বেশি গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

জানা যায়, ২০১৬ সালের ১৪ ডিসেম্বর গলাচিপা উপজেলা থেকে দশমিনা যাওয়ার পথে বালুবোঝাই একটি কার্গোর ধাক্কায় সেতুর মাঝখানের অংশ ভেঙে গিয়ে চার শিশুসহ পাঁচজন নদীতে পড়ে যান। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও এলাকার রেফাতুল আলমের মেয়ে নুরসাত জাহান (৫) নামের এক শিশু নিখোঁজ হয়। পাঁচদিন পর তার লাশ নদীতে ভেসে ওঠে। ওই সময় বালুবোঝাই কার্গোটিও ঘটনাস্থলে ডুবে যায়। প্রায় সাত বছর হলেও এখনো সেতুটি মেরামত কিংবা নতুন করে নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। ওই এলাকার ১১টির বেশি গ্রামের বাসিন্দাদের সহজ যোগাযোগ ছিল জমির মৃধাবাজার এলাকার খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সেতুটি।

এ বিষয়ে এলজিইডির দশমিনা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন, নতুন সেতু নির্মাণের জন্য দুই পাড়ের মাটি পরীক্ষা করে সেতু নির্মাণ উপযোগী না হওয়ায় সেতু নির্মাণ করা যাচ্ছে না।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *