শিরোনাম

প্রতিমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

Views: 80

পটুয়াখালী প্রতিনিধি :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে যুবলীগের এক কেন্দ্রীয় নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার বরিশালের সাইবার ট্রাইব্যুনালে ওই নালিশি মামলা দেন মো. মহিবুল্লাহ নামে এক ব্যক্তি।

আদালতের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান।

এছাড়া একই ঘটনায় পটুয়াখালীর কলাপাড়া থানায় মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি করেছেন দিদার উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি।

আরো পড়ুন : মহিপুরে উচ্ছেদ অভিযানে ভেঙে দিলো অবৈধ স্থাপনা

মামলার তিন আসামির মধ্যে শামীম আল সাইফুল ইসলাম সোহাগ কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবার নাম আব্দুল খালেক। বাকি দুই আসামি হলেন- মাওলানা শেরই আলমের ছেলে আরিফ বিল্লাহ নাসিম ও রুস্তম হাওলাদারের ছেলে রনি হোসেন রকি। আসামিরা সবাই পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দা।

মামলার নথির বরাতে বেঞ্চ সহকারী নাজমুল বলেন, বাদী মহিবুল্লাহ মঙ্গলবার দুপুরে ফেসবুকে দেখতে পান আসামিরা প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে ভিডিও প্রচার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য কোনো ব্যক্তির ভিডিওর সঙ্গে সুপার এডিটের মাধ্যমে প্রতিমন্ত্রীর ছবি বসিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আসামিরা নিজে বা অন্য কাউকে সুবিধা দিতে নতুন তথ্য সংযুক্ত করে প্রতিমন্ত্রীর মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দৃষ্টিতে আসায় প্রতিমন্ত্রীর মান ক্ষুণ্ণ হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *