পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা ও সাবেক মহিলা এমপি লুৎফুন নেছার ছেলে, সাবেক ছাত্র ও যুবলীগ নেতা মরহুম মাহমুদুর রহমান পলাশের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ পলাশকে স্মরণ করে জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও পরিবারের সদস্যরা।
সকাল ১০টায় টাউন জৈনকাঠী জৈনপুরী হুজুরের খানকা সংলগ্ন কবরস্থানে পুষ্পস্তবক অর্পন শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ২নং বাঁধঘাটস্থ বায়তুল করিম জামে মসজিদের ইমাম হাফেজ মো. মাহাবুবুর রহমান।
এরআগে গতরাতে ওই খানকায় কোরানখানি খতম করা হয়। বৃহস্পতিবার আছর নামাজবাদ পুরান বাজার জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে এবং সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পলাশের রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আরো পড়ুন : প্রতিমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
পুষ্পস্থাবক অর্পণ করেন শহীদ মাহামুদুর রহমানের পিতা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, মাতা সাবেক সংসদ সদস্য মিসেস লুৎফুননেছা, মামা সাবেক পৌর মেয়র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, মামা হাজী হামেজউদ্দিন মৃধা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহ আলম মৃধা, মামা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা, সহধর্মীনি প্রভাষক রোকসানা পারভীন রিপা, জেলা যুবলীগ নেতা মোঃ অসীম মৃধা, হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান কুমার শীলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, ২০০৫ সালে জেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে ১১ জুলাই মাহমুদুর রহমান পলাশ মৃত্যুবরন করেন। এরপর থেকে প্রতিবছর ১১জুলাই পলাশ মৃধার মৃত্যু বার্ষিকী পালিত করে আসছেন তার পরিবারের সদস্যরা।