শিরোনাম

বাউফলে ভূমি ও কৃষিতে নারীর অধিকার শীর্ষক সেমিনার

Views: 53

 

মো:আল-আমিন, পটুয়াখালী: বাউফলে নারীর ভূমি অধিকার নিশ্চিতে দাঁড়াই একসাথে এই শ্লোগানে “ভুমি ও কৃষিতে নারীর অধিকার স্থানীয় বাস্তবতা, নাগরিক ভাবনা ও করনীয়” শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে। বেসরকারি সংস্থা স্পিড ট্রাস্টের আয়োজনে ও এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি) সহযোগিতায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
স্পিড ট্রাস্ট মিশন হেড সামসুল ইসলাম দিপু সভাপতিত্বে ও স্পিড ট্রাস্ট উজ্জীবকা সাইফুল ইসলামের সঞ্চলনায় সেমিনারে প্রধান অতিথি উথেকে উপজেলা নির্বাহী অফিসার মো. বশীর গাজী।
ভূমি ও কৃষিতে নারীর অধিকারের নিয়ে এএলআরডি উপ-নির্বহী পরিচালক রওশন জাহান মনি সেমিনারে বলেন, বাংলাদেশে নারী ও পুরষের মধ্যে সমতাযনের পতে একটি উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা হরো ভূমিতে নারীর অধিকারহীনতা। মূলত বৈষম্যমূলক সামজিক ক্ষমতা কাঠামো এবং পিতৃতানিএক ক্ষমতা সস্পকেৃর কারণেই নারীরা ভূমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শুধু ভূমি নয়, কৃষি বা কৃষিজ উৎপাদন থেকেও বঞ্চিত হচ্ছে নারীরা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীপ কুমার কুন্ড, বাউফল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, সাবেক ভাইস চেযারম্যান শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, স্লোব-বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা দেলোয়ার হোসেন, সাংবাদিক অহিদুজ্জামান ডিউক, সাংবাদিক জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারন উপ-সহকৃষি কর্মকর্তা আনছার মোল্লা, আরডিএস পরিচালক আ. খালেক প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বহী অফিসার মো. বশীর গাজী বলেন, বর্তমান সরকার সর্বক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিচ্ছে। আগামী দিন থেকে পুরুষের পাশাপাশি সম হারে উপজেলা থেকে কৃষি প্রনোদনা দেয়া হবে। যাতে নারীরা কৃষি কাজে অংশগ্রহন করে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *