শিরোনাম

পিরোজপুরে মাকে কুপিয়ে হত্যা : ছেলে গ্রেফতার

Views: 35

বরিশাল অফিস :: আর্থিক নানা সঙ্কট ও পারিবারিক বিরোধের কারণে পিরোজপুরের নাজিরপুরে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। পরে অভিযুক্ত ছেলে যতিশ বালাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে এ কথা জানান পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম। এর আগে, তাকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়েন উত্তর জয়পুর থেকে গ্রেফতার করা হয়।

নিহত জুতিকা বালা (৫০) জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ণ বালার স্ত্রী।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়েন উত্তর জয়পুর এলাকায় জুতিকা বালা নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে তদন্ত করে নিহতের বড় ছেলে যতিশ বালাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের কাছে তার মাকে ধারাল দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন। পুলিশের কাছে অভিযুক্ত যতিশ স্বীকারোক্তিতে বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক নানা সঙ্কট ও পারিবারিক বিরোধের কারণে তার মায়ের ওপরে ক্ষোভ ছিল। তাই পূর্বপরিকল্পিকভাবে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করেন।

পুলিশ সুপার আরো জানান, এ হত্যাকাণ্ডে নিহতের স্বামী নারায়ণ বালা নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলদারসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *