পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীদের মাঝে আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরন করা হয়।
আজ( ১৩ জুলাই) শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উল্লিখিত ৬ ্রকার রোগীদের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৪৭ জন সুবিধাভোগীদের মাঝে ২৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়।
“সমাজ সেবা যেজন করে, পা বাড়ালেই পূণ্য বাড়ে ” প্রতিপাদ্য বাস্তবায়নে র লক্ষে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী’ র সভাপতিত্বে স্থানীয় সাংসদ সাবেক চিফ হুইপ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি ভার্চুয়ালী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চেক বিতরন করেন।
এ সময় তিনি বলেন ” এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল, যাতে আমাদের শরীরে এ রোগ বাসা বাঁধতে না পারে সেজন্য দেশীয় প্রযুক্তির মাধ্যমে জৈব সার ব্যবহার করে নিজেরাই শাকসবজি উৎপাদন করব এবং দেশি ফল মূল খাব। প্রতিটি বাড়িকে খামারে পরিণত করতে হবে। রোগের চিকিৎসার পরিবর্তে, রোগ প্রতিরোধ করতে হবে “।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্দা মোঃ মোসারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আনিচুর রহমান, মহিলা ভাইস চিয়ারম্যান মরিয়ম বেগম নিসু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম শাহজাদা, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক হারুন অর রশিদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউফল উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মনিরুজ্জমান।