সম্প্রতি এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে মন্তব্য করেছেন সোনাক্ষী।
কিন্তু তার আগে এক মডেল সামাজিক মাধ্যমে সোনাক্ষীর বিয়ে প্রসঙ্গে লেখেন সেখানে। বিনা নিমন্ত্রণে শুধুমাত্র কিছু রিল ভিডিও তৈরির জন্য একটি অনুষ্ঠানে হাজির হওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি
সে প্রসঙ্গেই মতামত জানালেন সোনাক্ষী। তার কথায়, ‘বিনা আমন্ত্রণে অনেকেই এসেছিলেন। কিন্তু আমি আনন্দ করতে ব্যস্ত ছিলাম। তারাও যে ভাল সময় কাটিয়েছেন, তার জন্য আমি আপ্লুত।’
সোনাক্ষীর মতে, ছোট হোক বা বড়, প্রত্যেক বিয়েবাড়িতেই বিনা আমন্ত্রণে কিছু মানুষ উপস্থিত হন। অভিনেত্রীর কথায়, ‘কিছু মানুষ খাবার খাওয়ার জন্য চলে আসেন। কিন্তু আমি কোনও দিন বিনা নিমন্ত্রণে কোনও বিয়েবাড়ির অনুষ্ঠানে হাজির হইনি।’
নিজের বিয়ে প্রসঙ্গেও মন্তব্য করে সোনাক্ষী বলেন, ‘আত্মীয় পরিজনদের নিয়ে বিয়ে করার পরিকল্পনা আমার বহুদিনের। আমি এবং জাহির ঠিক করেছিলাম, আমাদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেন আমাদের ব্যক্তিত্ব ফুটে ওঠে।’
উল্লেখ্য, সাত বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জাহির। গত ২৩ জুন আইনি মতে বিয়ে বিয়ে সেরে নেয় এই জুটি। বাড়িতেই বসেছিল তাদের বিয়ের আসর। পরে মুম্বাইয়ের এক বিলাসবহুল ভবনে রিসেপশনের আয়োজন করা হয়। বলিউডের নতুন এই জুটির বিয়েতে উপস্থিত ছিলেন সালমান খান, রেখা, অদিতি রায় হায়দারি, সিদ্ধার্থ, রিচা চাড্ডা, আলি ফজলসহ আরও অনেকে