চন্দ্রদীপ নিউজ: জাতীয়
সংসদে উঠেছে সাইবার নিরাপত্তা বিল-২০২৩ ও বাংলাদেশ চলচ্চিত্র সাটিফিকেশন বিল ২০২৩।
আজ মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংসদে বিলটি উত্থাপন করলে পরীক্ষাপূর্বক আগামী ৫দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বাংলাদেশ সাটিফিকেশন বিল ২০২৩ উত্থাপন করলে আগামী ১৪ দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠিয়ে দেন স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
গত ৭ আগস্ট সরকার জানায়, তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘রূপান্তর’ এবং ‘আধুনিকায়ন’ করার সিদ্ধান্ত নিয়েছে। যার নাম হবে ‘সাইবার নিরাপত্তা আইন’। যেখানে বিদ্যমান আইন ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে’র কিছু ধারা সংশোধন করা হবে। গত ২৮ আগস্ট মন্ত্রিসভা সিএসএ’র চূড়ান্ত খসড়া অনুমোদন করে