শিরোনাম

বাউফলে হাতুড়িপেটায় আহত ব্যক্তির মৃত্যু

Views: 57

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে হাতুড়িপেটায় আহত পরেশ চন্দ্র বিশ্বাস (৩৫) মারা গেছেন।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

হাতুড়িপেটায় আহত আহত পলাশী বিশ্বাস (৩০) ও মানবিকা বিশ্বাস (৫০) নামে দুই নারী চিকিৎসাধীন রয়েছেন। পলাশী বিশ্বাস নিহত পরেশের স্ত্রী ও মানবিকা বিশ্বাস তার (পরেশ) বড় ভাই শেখর চন্দ্র বিশ্বাসের স্ত্রী।

আরো পড়ুন : এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পটুয়াখালীতে স্মরণসভা

জানা গেছে, গত বুধবার (১০ জুলাই) সকালে পরেশ বিশ্বাস চন্দনবাড়িয়া গ্রামে তার জমি চাষ করতে যান। ওই সময় মো. ফারুক সিকদার (৪৮) নেতৃত্বে ৮-১০ জনের একটি দল ওই জমি চাষে বাঁধা দেয় এবং তাকে মারধর করে। একর্পায়ে তাকে হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। পরেশের চিৎকারে তার স্ত্রী পলাশী বিশ্বাস ও ভাইয়ের স্ত্রী মানবিকা বিশ্বাস এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে ওইদিনই তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে পরেশের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার বেলা ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পরেশের মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘ঘটনার পর এ বিষয়ে লিখিত অভিযোগ করতে বলা হয়েছিল। তারা অভিযোগ না করে চিকিৎসার জন্য পটুয়াখালী চলে গেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই নিহত ব্যক্তির ময়না তদন্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *