পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘বৃহন্নলা’।
সোমবার (১৫ জুলাই) দুপুরে বৃহন্নলা’র আয়োজনে এ পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়। পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সৈকতের জিরো পয়েন্টের ১ কিলোমিটার এলাকাজুড়ে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন তারা।
এর আগে রোববার বিকালে বৃহন্নলা’র আয়োজনে ম্যারাথান অনুষ্ঠিত হয়। এ দৌড় প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের ৯ জনসহ বৃহন্নলার ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
আরো পড়ুন : কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৃহন্নলা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সাদিকুল ইসলাম বলেন, সমাজের সকল স্তরের সদা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে এ আয়োজন। এর অংশ হিসাবে রোববার সকালে কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে রাখাইন শিক্ষার্থীদের সাথে জেন্ডার সেনসিটাইজেশন সেশনের আয়োজন করা হয়। বিকালে কুয়াকাটা সৈকতে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ আমরা সৈকত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে শিশুকাল থেকেই যাতে আলাদা বৈষম্য তৈরি না হয়, এজন্য আমরা কাজ করছি।