পটুয়াখালী প্রতিনিধি :: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানে গত ৫ দিনে পটুয়াখালীতে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে পটুয়াখালীর দুমকিতে বৃহস্পতিবার রাতে উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আহমাদ মাইনুল হাসান শুক্রবার নিশ্চিত করেছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বলেন, ‘১৮ জুলাই দুমিক বোর্ড অফিস বাজার এলাকায় সংঘটিত ঘটনায় ১৯ জুলাই ২৫ জনকে শনাক্ত করে এবং অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে একটি নাশকতা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় কৃষকদল নেতা জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান বলেন, ‘গত ৫ দিনে পটুয়াখালীর বিভিন্ন থানায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩০ জনকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইতোমধ্যেই জেলা হাজতে পাঠানো হয়েছে। দুমকিতে বৃহস্পতিবার রাতে একটি নাশকতার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অপর অপরাধিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।