বরিশাল অফিস :: বরিশাল জেলার মুলাদীতে কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজন ক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়েছে।
শুক্রবার বিকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, অভিযানে দুইটি দোকান থেকে সাড়ে আট হাজার মিটার কারেন্ট জাল ও ছয়টি চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
পাশাপাশি ব্যবসায়ী আজিজুল হাওলাদারকে এক বছরের কারাদন্ড এবং ক্রেতা জহিরুল হাওলাদার ও নজরুল ইসলামকে সাড়ে চার হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন।