শিরোনাম

শাফিনের দাফনের দিনে ক্যান্সারের কাছে হেরে চলে গেলেন জুয়েল

Views: 36

চন্দ্রদ্বীপ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই। ১১ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসাসেবাও চলছিল। শেষ পর্যন্ত ফেরানো গেল না “সেদিনের এক বিকেলে”-খ্যাত এই শিল্পীকে।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী উপস্থাপক সংগীতা আহমেদ। মৃত্যুকালে জুয়েলের বয়স হয়েছিল ৫৬ বছর। তার জন্ম ১৯৬৮ সালের ২৯ সেপ্টেম্বর। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১১ সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। মাঝে এক যুগেরও বেশি সময় ধরে এই শিল্পী ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছেন দেশ ও বিদেশের চিকিৎসা সহযোগিতায়। অবস্থার খুব অবনতি হলে চলতি মাসের ২৩ জুলাই রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মাঝে ২৫ জুলাই খানিক উন্নতির খবর পাওয়া গেলেও ৩০ জুলাই সকালে ক্যান্সাররের কাছে হার মানলেন এই শিল্পী।

১৯৯২ সালে বের হয় জুয়েলের প্রথম গানের অ্যালবাম “কুয়াশা প্রহর”। প্রথম অ্যালবামেই বাজিমাত করেন জুয়েল। তারপর থেকে প্রায় নিয়মিত বের হতো তার গানের অ্যালবাম।

এরপর প্রকাশিত হয় “এক বিকেলে” (১৯৯৪), “আমার আছে অন্ধকার” (১৯৯৫), “একটা মানুষ” (১৯৯৬), “দেখা হবে না” (১৯৯৭), “বেশি কিছু নয়” (১৯৯৮), “বেদনা শুধুই বেদনা” (১৯৯৯), “ফিরতি পথে” (২০০৩), “দরজা খোলা বাড়ি” (২০০৯) এবং “এমন কেন হলো” (২০১৭)।

এছাড়াও বেশকিছু সিঙ্গেল ও মিশ্র অ্যালবামে গেয়েছেন জুয়েল।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *