শিরোনাম

দুমকিতে মালবাহী ট্রাক চাপায় নিহত এক

Views: 63

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে মালবাহী ট্রাক চাপায় মো. জাকির হোসেন (২৭) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় দুমকি-লেবুখালী সড়কের সাতানী বাইপাসে এ ঘটনাটি ঘটে। নিহত জাকির হোসেন কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) বাউফল ব্রাঞ্চের ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামে।

দুমকি থানা পুলিশ জানায়, সাপ্তাহিক ছুটির দিনে বাউফল ব্রাঞ্চ থেকে মোটর সাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। দুমকি সাতানী বাইপাস মোড়ে বিপরীত দিকের একটি দ্রুতগামী পাথর বোঝাই ট্রাক (ঝিনাইদহ- ট-১১-১৮৩৬) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান জাকির হোসেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক ও হেল্পার পালিয়ে যায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *