বরিশাল অফিস :: ক্রিকেট-ফুটবলের মতো জনপ্রিয় খেলায় তেমন কোনো সাফল্যই নেই আফ্রিকার অন্তর্ভুক্ত দেশ উগান্ডার। যদিও চলতি বছরে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল তারা। এবার সেই উগান্ডাই প্যারিস অলিম্পিকের মঞ্চে এসে দেখালো চমক। অ্যাথলেটিকস ইভেন্টে নিজেদের প্রথম পদকের দেখা পেল দেশটি, তাও আবার স্বর্ণপদক!
ছেলেদের ১০ হাজার মিটার দৌড়ে দেশের হয়ে প্রথম সোনা জিতেছেন জশুয়া চেপেতেগি। শুধু যে পদক জিতেছেন তাই না, রেকর্ডের খাতায় নিজের নামটাও লিখিয়ে নিয়েছেন এই দৌড়বিদ।
এই ইভেন্টে দৌড় শেষ করতে তিনি সময় নেন ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ড, যা অলিম্পিকের ইতিহাসে নতুন রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ২৭ মিনিট ০১.১৭ সেকেন্ডের, যেটি করেছিলেন ইথিওপিয়ার অ্যাথলেট কেনেনিসা বেকেলে।
এই ইভেন্টের পরবর্তী দুটি অবস্থানের পদক জিতেছেন ইথিওপিয়ারই আরেক দৌড়বিদ। রুপা জিতেছেন বারেহু আরেগায়ি, তার সময় লেগেছিল ২৬ মিনিট ৪৩.৪৪ সেকেন্ড। আরেগায়ির থেকে ০.০২ সেকেন্ড বেশি নিয়ে ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের গ্রান্ট ফিশার।