বরিশাল অফিস :: বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সরগরম নয়াপল্টন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। এসময় তারা সদ্য বিদায় নেয়া আওয়ামী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে কর্মীদের উপস্থিতি। হাজারো কর্মীরা এসে জড়ো হয় দলটির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
বুধবার (৭ আগস্ট ) নয়াপল্টনে বিএনপির সমাবেশ উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছে উৎসবের আমেজ। প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
এদিকে বেলা পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে স্বাগত জানান।
এ সময় নয়াপল্টন এলাকায় দেখা যায়, সমাবেশ উপলক্ষে রাস্তায় নতুন পোস্টার লাগানো হয়েছে। নতুন পোস্টারের ভাষাও বদলে গিয়েছে। এতদিন পোস্টারে দলের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়েছেছিল কিন্তু আজ আর তা নেই। এখন ‘মাদার অব ডেমোক্রেসি’ উল্লেখ করে টানানো হয়েছে নতুন পোস্টার।
উল্লেখ্য, আজ দুপুর ২টা থেকে শুরু হবে বিএনপির এই সমাবেশ। উক্ত সমাবেশের সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এদিকে সময় গড়ানোর সাথে সাথে আসতে থাকেন দলের সিনিয়র নেতারা। দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।