শিরোনাম

বেনাপোল বন্দরে আটকা দুই শতাধিক পাসপোর্টধারী

Views: 30

বরিশাল অফিস :: বেনাপোল ইমিগ্রেশন দিয়ে সকাল থেকে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ রয়েছে। এতে প্রায় দুই শতাধিক পাসপোর্টধারী আটকা পড়েছে। তবে ভারতীয় ইমিগ্রেশন সচল থাকায় ভারত থেকে ফিরছেন সব শ্রেণির পাসপোর্টধারীরা।

বৃহস্পতিবার(০৮ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে সকাল পৌনে ৯টা পর্যন্ত কোনো পাসপোর্টধারী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করেনি।

ভারতগামী মেডিকেল ভিসার পাসপোর্টধারী জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে যেতে বেনাপোল বন্দরে আসেন। তবে ইমিগ্রেশন যেতে না দেওয়ায় তারা আটকে পড়েছেন। আটকে থাকা অনেকের বিমান ও রেলের টিকিট করা আছে। এতে তাদের ভোগান্তি বেড়েছে।

ভারতীয় এক পাসপোর্টধারী জানান, তিনি বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। বর্তমানে এদেশের পরিস্থিতি উত্তপ্ত থাকায় তিনি দেশে ফিরতে বেনাপোল ইমিগ্রেশনে এসে আটকা পড়েছে। কখন যেতে পারবেন কেউ কিছু বলছে না।

ভ্রমণকর প্রদানকারী বেনাপোল বন্দরে অবস্থিত সোনালী ব্যাংকের বুথ ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপাতত যাত্রীদের ভ্রমণ কর দিতে বন্ধ রাখতে বলায় সকাল থেকে কোনো যাত্রীকে ভ্রমণ কর দেওয়া হয়নি।

পাসপোর্টধারী কবির হোসেন জানান, গতকালও কম বেশি, সব ভিসার দেশ বিদেশি পাসপোর্টধারী বেনাপোল বন্দর দিয়ে যাতায়াত করেছে। তবে হঠাৎ করে আজ সকাল থেকে কোনো যাত্রী ছাড়ছে না ইমিগ্রেশন।

বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের ইনচার্জ নাহিদুজ্জামান জানান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ পাসপোর্টধারীদের পাসপোর্টে সিল না দেওয়ায় মেডিকেল, টুরিস্ট ও বিজনেস ভিসার যাত্রী বন্দরে অপেক্ষা করছেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ওমর ফারুক জানান, সম্প্রতি সহিংস ঘটনায় তাদের অনেক সহকর্মীরা জীবন হারিয়েছেন। এতে তারা শোকাহত। নিরাপত্তাজনিত কারণে অনেকে অফিস করতে পারছেন না। জনবল কম থাকায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। যাত্রীদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে । যাচাই, বাছাই করে ছাড়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *