বরিশাল অফিস :: বরিশালে সবজির পাইকারি বাজার সিটি মার্কেট। এর ২০০ মিটার দূরেই রয়েছে পোর্ট রোডের খুচরা বাজার। দুটি বাজারের দূরত্ব কম হলেও সবজির দামে রয়েছে কয়েক গুণ ব্যবধান। সিটি মার্কেটে ১৫ টাকা কেজির পেঁপে পোর্ট রোডে বিক্রি হচ্ছে ৫০ টাকা। শুধু পেঁপে নয়, সব ধরনের সবজির দাম স্থানভেদে কয়েক গুণ বড়েছে।
ক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকে খুচরা বাজারে সবজি দুই-তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। ক্রয়মূল্যের ৩০ শতাংশ মুনাফা করার নিয়ম থাকলেও খুচরা ব্যবসায়ীরা তার তোয়াক্কা করছেন না। পাইকারি ও খুচরা বাজারে দামের এমন পার্থক্যের কারণে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, পণ্য নষ্ট হওয়া, পরিবহন ব্যয়, শ্রমিক মজুরিসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় সবজি বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
বরিশালের পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সিটি মার্কেটে গতকাল পটল বিক্রি হয়েছে প্রতি কেজি ২৫ টাকা। সেটি পোর্ট রোডের খুচরা বাজারে বিক্রি হয়েছে ৪০ টাকা। একইভাবে ১৫ টাকা কেজির পেঁপে পোর্ট রোডে বিক্রি হয়েছে ৫০ টাকা। পাইকারি বাজারে শসা ১৫-২০ টাকা কেজি বিক্রি হলেও খুচরা বাজারে তা ৪০ টাকা। পাইকারিতে কাঁচামরিচের কেজি ২০০ টাকা। তবে খুচরায় তা বিক্রি হচ্ছে ২৮০ টাকা। ২৫-৩০ টাকা কেজির চিচিঙ্গা ৫০ টাকায় বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বলেন, ‘দাম নিয়ন্ত্রণে আমরা নিয়মিত পাইকারি ও খুচরা বাজার তদারকি করছি। খুচরা ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন, পণ্য কেনার পর বিভিন্ন কারণে পণ্যের ঘাটতি হয়। সে ঘাটতির মূল্য যুক্ত হয়ে দাম বেড়ে যায় বলে দাবি খুচরা বিক্রেতাদের।