শিরোনাম

রাজশাহীতে গুলিবিদ্ধ শিবির নেতার মৃত্যু

Views: 44

চন্দ্রদ্বীপ নিউজ :: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার চার দিন পর রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান (২৮) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।

এর আগে গত সোমবার নগরীর আলুপট্টি মোড় এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সরকার পতনের এক দফা দাবির আন্দোলনকারীদের সংঘর্ষে রায়হান গুলিবিদ্ধ হয়েছিলেন। ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমন নিশ্চিত করেছেন, নিহত রায়হান সংগঠনের রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ বলেন, ‘রায়হানের মাথায় গুলি লেগেছিল। অস্ত্রোপচারও করা হয়েছিল। এরপর আইসিইউতে রাখা হয়েছিল। শারীরীক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রায়হান মারা গেছেন।’

গত সোমবারের ওই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন। তাদের মধ্যে ৩০ জনই গুলিবিদ্ধ ছিলেন। সেদিন সংঘর্ষের স্থান থেকে পালানোর সময় ধারাল অস্ত্র দিয়ে সাকিব আনজুম (২৭) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়। এ আন্দোলনে রাজশাহীতে মৃত্যুর ঘটনা ছিল এটিই প্রথম। এরপর দ্বিতীয় ব্যক্তি হিসেবে রায়হান মারা গেলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *