বরিশাল অফিস :: পুলিশের মনে যে আতঙ্ক তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। যোগ দিতে শুরু করেছে থানায়। তবে দায়িত্বরত পুলিশের সংখ্যা কম দেখা গেছে। থানায় ও বাহিরে সেনাবাহিনীর সহায়তায় মাঠে নামার কথা জানিয়েছেন তারা।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি জানান।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর সদস্যরা থানার থানায় অবস্থান নিয়েছেন। যে কোন বিষয়ে জনগণকে সহায়তা করা হচ্ছে। নাগরিকরা তার যেকোন অভিযোগ থানায় এসে দিতে পারে। সবার সম্মিলিত সহায়তায় চলমান সংকট দ্রুতই কেটে যাবে আশা পুলিশের।
আন্দোলনরত পুলিশ সদস্যরা জানায়, তারা আগেও কাজে ছিলেন, এখনো আছেন। ধীরে ধীরে আরও বাড়বে।