পটুয়াখালী প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে ও শেখ হাসিনার পদ এবং দেশত্যাগ পরবর্তী সহিংস ঘটনার পর স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে পটুয়াখালী । স্বাভাবিক হচ্ছে জনজীবন। প্রয়োজনে মানুষ ঘরের বাইরে যাচ্ছেন। রাস্তায় মানুষ ও যানবাহনের ভিড় দেখা যাচ্ছে। ফুটপাতের দোকানগুলোও খুলে গেছে। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকতে দেখা গেছে। গ্রাম-গঞ্জের মানুষ প্রয়োজনে শহরে আসছেন। স্বাভাবিকভাবে নিজেদের কাজ করতে পারছেন সবাই।
তবে সড়কের মোড়ে নেই চিরচেনা ট্রাফিক পুলিশ, নেই পুলিশের টহল গাড়ি। শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে আন্দোলনকারী শিক্ষার্থীরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। সকাল থেকে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায় তাদের।
এদিকে, সচল রয়েছে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম। বর্হিনঙ্গর ও অভ্যন্তরীণ জেটিতে চলেছে পণ্য খালাস কার্যক্রম। বন্দরের নিরাপত্তায় ৪৮ জন নিজস্ব নিরাপত্তাকর্মী, ৫০ জন আনসার সদস্য, ৪২ জন নৌ-বাহিনীর সদস্য কাজ করছে।
পায়রা বন্দরের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, আজ (গতকাল) বন্দরে ২৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এন্টি গনি ফোর্স নামে একটি জাহাজ ভিড়বে। জুলাই মাসে পায়রা বন্দরে এসেছে ১২টি জাহাজ।