শিরোনাম

অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জাতিসংঘ: গোয়েন লুইস

Views: 41

চন্দ্রদ্বীপ নিউজ :: শেখ হাসিনা সরকারের পতনের চার দিনের মাথায় বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

শুক্রবার (৯ আগস্ট) বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে তিনি এই কথা জানান।

এ সময় গোয়েন লুইস জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়েও সব দল মতের মানুষের সঙ্গে কথা বলবেন তারা।

এ সময় বিএনপির প্রতিনিধি হিসেবে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *