চন্দ্রদ্বীপ নিউজ :: রংপুরবাসীকে পুরো বাংলাদেশকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা স্মরণ করে তিনি বলেন, বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছেন, এখন রংপুর পুরো বাংলাদেশ মুক্ত করবে।
শনিবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রংপুর সফরে গিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই আহ্বান জানান তিনি।
আহ্বান জানানোকালে ড. ইউনূস বলেন, নতুন বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। তরুণদের এখন কেউ টেনে রাখতে পারবে না, পথ পরিষ্কার করতে হবে।
তিনি আরো জানান, তোমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নিরাপদে রাখবা। বলবা, সবাই আমরা ভাই। বাংলাদেশ এক পরিবার। পৃথিবীতে বহু দেশ আছে, এত সুন্দর পরিবার নাই। এত সুন্দর একটা দেশ, কোথায় চলে যেতে পারতাম আমরা! শুধু মনটা শক্ত রাখতে পারলে হতো। আর তরুণদের রাস্তা খুলে দিলে আমরা মুক্ত হয়ে যেতাম।
প্রধান উপদেষ্টা তার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ঘটনা উল্লেখ করে বলেন, নারীদের হাতে টাকা দিয়ে দেয়া চ্যালেঞ্জের ছিল। কিন্তু সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। ধীরে ধীরে নারীদের উন্নয়ন হয়েছে। বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে সামাজিক ব্যবসার মডেল। নারীদের স্বাবলম্বী করে মুক্ত করার প্রেক্ষিতে তিনি রংপুরের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে স্মরণ করেছেন। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা দাবিগুলো লিখিত আকারে প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।