শিরোনাম

ছাত্র-জনতার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

Views: 49

চন্দ্রদ্বীপ নিউজ :: গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা।

শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা।

সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা।

আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *