শিরোনাম

পটুয়াখালীতে ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাদের ১৪ দফা দাবী

Views: 43

পটুয়াখালী প্রতিনিধি :: নতুন বাংলাদেশ বিনির্মানে পটুয়াখালীতে ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাদের ১৪ দফা দাবী আদায়ে শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলেছেন স্থানীয় আইটি সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন, আইটি বিশেষজ্ঞ প্রেপটেকোর প্রধান নির্বাহী পরিচালক আবদুর রব আখন্দ, ইকম ডিজিটাল টেকনোলজির প্রধান নির্বাহী পরিচালক আতিকুর রহমান, ডিজিটাল মার্কেটার ও মেন্টর সপ্তল চ্যাটার্জী, ওয়পব ডেভেলপার হৃদয় হাওলাদার, গ্রাপেগোর প্রতিষ্ঠা মাহমুদুর রহমাও স্থানীয় ফিল্যান্সার।

আইটি উদ্যোক্তাদের ১৪ দফা দাবির মধ্যে রয়েছে- পটুয়াখালী জেলার আইটি সেক্টরের উন্নয়নের স্বার্থে পটুয়াখালীর প্রত্যন্ত একালা ভুরিয়া ইউনিয়নে প্রস্তাবিত “শেখ কামাল আইটি ট্রেনিং এ- ইনকিউবেশন সেন্টার” সরিয়ে সদর উপজেলার প্রাণকেন্দ্র ঝাউতলার আশপাশে স্থাপন, আইটি উদ্যোক্তাদের পেমেন্ট সমস্যা নিরাসনে অতিদ্রুত আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে সমূহ যেমন- পেপাল, স্ট্রাইপ, স্কায়ার, গুগল পে (জিপে) ইত্যাদি চালু, বাংলাদেশ ব্যাংক গত ৩০ জানুয়ারি ২০২২ খ্রি. এক সার্কুলারে তথ্যপ্রযুক্তি বিভাগ স্বীকৃত ৫৫টি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসর আয়ের উপর ঘোষণাকৃত ফ্রিল্যান্সারদের জন্য ৪% এবং আইটি উদ্যোক্তাদের জন্য ১০% সরকারি প্রণদনা অতি দ্রুক কার্যকর, কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট এবং ট্রানজেকশন এর ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে দিয়ে আইটি উদ্যোক্তাদের জন্য ডলার এন্ডোর্সমেন্ট এবং ট্রানজেকশন উন্মুক্ত করে দেয়া এছাড়াও কার্ডে ডলার ব্যবহারের ক্ষেত্রে ব্যাংক কর্তৃক ১৫% ভ্যাট চার্জ ফ্রি করে দেয়া। যদি কোন অপারগতা থাকে তাহলে এই ভ্যাট চার্জ ১৫% থেকে নামিয়ে ১%-৫% এ নিয়ে আসা, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) কে বিলুপ্তি ঘোষনা করা অথবা এটি পূর্ণগঠন, টাকার বিনিময়ে চালুকৃত ফ্রিল্যান্সার পরিচয়পত্র নামক কার্ড ব্যবস্থা বাতিল করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ববধায়নে বৈধ ফ্রিল্যান্সারদের বিনামূল্যে সাটিফিকেট কিংবা আইডি কার্ড প্রদান করা এবং সকল ক্ষেত্রে এর সার্বজনীন স্বকৃতি নিশ্চিত করা। অনলাইনে কাজ করার ক্ষেত্রে সাইবার হামলাসহ যে কোনভাবে ক্ষতিগ্রস্থ ফ্রিল্যান্সাদের আর্থিক সহায়তাদানে একটি ফান্ড গঠন করা। এদিকে ফ্রিল্যান্সার এবং আইটি উদ্যোক্তাদের কাজে প্রয়োজনীয় ডিভাইস এবং গেজেট সহজভাবে এক্সপোর্ট-ইমপোর্ট করার সুযোগ তৈরি করে এর উপর ট্যাক্স এর পরিমাণ কমিয়ে আনা এবং সকলের জন্য সহজলভ্য করাসহ নিরবিচ্ছিন্ন ইন্টরনেট সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা স্টারলিংক চালু করা এবং দেশীয় ইন্টারনেট ব্যবস্থায় উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা এবং তা সহজলভ্য ও পাসপোর্ট তৈরি, ভিসা প্রসেসিং সহ সকল ক্ষেত্রে ফ্রিল্যান্সার এবং আইটি উদ্যোক্তাদের পেশা নিবার্চনে ফ্রিল্যান্সার এবং আইটি উদ্যোক্তা ক্যাটাগরি সংযুক্ত করার দাবী জানান। প্রতিটি জেলা আইসিটি অফিস এর আওতায় সকল উপজেলায় ফ্রিল্যান্সিং হাব তৈরি করা এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য সরকারি নীতিমালা প্রনয়ন করে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অনুমতি প্রদান ও আইটি উদ্যোক্তাদের আয়ের উপর ট্যাক্স ফ্রি করে দেয়া এবং আইটি উদ্যোক্তাদের জন্য সর্বনিম্ন ১০ বছরের জন্য ভ্যাট ফ্রি করে দেওয়ার দাবী জানানো হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *