পটুয়াখালী প্রতিনিধি :: গলাচিপা উপজেলা সদরের বিভিন্ন সিভিল সোসাইটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদ-মন্দিরের সভাপতি, বণিক সমিতির প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ৩ টায় উপজেলা নির্বাহী অফিসের দরবার হলে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশের চলমান পরিস্থিতিতে জন-জীবন স্বাভাবিক, আইন শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস, চাঁদাবাজ, নাশকতা সৃষ্টিকারী, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুজবকারীদের প্রতিরোধকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি-৭ পদাতিক ডিভিশন এবং বরিশাল এরিয়া কমান্ডার জনাব মেজর জেনারেল আঃ কাইয়ুম মোল্লা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু সহ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা। মত বিনিময় সভায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রস্তাবনা দিয়ে বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাব সভাপতি ও কলামিস্ট
সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল দাস, পূজা উৎযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, ডা. এস. বিমল, সমিত কুমার দত্ত মলয়, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও বরিশাল বিশ^বিদ্যালয়ের ছাত্র মো. সাহেদ হোসেন প্রমুখ।
সভা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি-৭ পদাতিক ডিভিশন এবং বরিশাল এরিয়া কমান্ডার সকলের মতামতের ভিত্তিতে জন-জীবনের শান্তি শৃঙ্খলায় সকলের সহযোগিতা কামনা করেন এবং সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।