Views: 22
চন্দ্রদ্বীপ ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জাহাঙ্গীর আলম এ বছরের ৭ জানুয়ারি বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়াও সম্প্রতি সামাজিক মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে একটা ভিডিও ভাইরাল হয় যেখানে পুলিশ কর্মকর্তা বলেন, একটা গুলি করলে একটাই মরে বাকীরা দাঁড়িয়ে থাকে, এটাই সবচে আতংকের কথা….।