শিরোনাম

ছাত্রলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক আহত

Views: 22

চন্দ্রদ্বীপ নিউজ :: টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আপন মিয়া নামের এক ছাত্রলীগকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

আহত সমন্বয়কেরা হলেন মোজাহিদুল ইসলাম (১৮), ইমন সিদ্দিকী (২৩) ও জাকির হোসেন (২৪)। আহতদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মোজাহিদুল ইসলামকে ঢাকায় পাঠানো হয়েছে। তার ঘাড়ে দায়ের কোপে গভীর ক্ষত হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কলেজের ভেতরে মাঠে অবস্থান করছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ উপজেলা ছাত্রলীগের সদস্য সিমান্ত ও কর্মী আপনের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে মোজাহিদুল, ইমন ও জাকির আহত হন। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান।

ছাত্রলীগের সবাই পালিয়ে যেতে পারলেও আপনকে ধরে গণধোলাই দেন শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আপন উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামের বাসিন্দা, শ্রমিক লীগের কর্মী মাহফুজ হোসেনের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মির্জাপুর উপজেলার অন্যতম সমন্বয়ক সাজেদুল ইসলাম নিঝুম বলেন, এ ঘটনায় ছাত্রলীগের সন্ত্রাসীদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন বলেন, ছাত্রলীগনেতা সিমান্তের নেতৃত্বে হামলা হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং জামায়াতের উপজেলা আমির ইয়াহ ইয়াহ খান মারুফ।

তারা বলেন, শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগরে হামলায় যারা জরিত অনতিবিলম্বে তাদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *