চন্দ্রদ্বীপ নিউজ :: নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতী এবং তাদের পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত (জব্দ) রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এ সংক্রান্ত চিঠি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতী এবং তাদের সদস্যদের নামে থাকা সব ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের স্থগিতাদেশের নির্দেশনা দেওয়া হলো। সেই সঙ্গে এ সকল ব্যক্তিবর্গ এবং তাদের মালিকানাধিন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের সব ধরনের তথ্য আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে। যেসব তথ্য পাঠাতে বলা হয়েছে, তার মধ্যে আছে হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম এবং শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী।