Views: 23
চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরেকটি আবেদন দাখিল করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী মো. মেহেদীর বাবা মো. সানাউল্লাহ বৃহস্পতিবার আবেদনটি দাখিল করেন।
আবেদনে শেখ হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।