পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৮ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদের সবগুলো বিভাগে একযোগে শিক্ষা কার্যক্রম শুরু হয়।
প্রতিটি বিভাগের শ্রেনীকক্ষগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রায় ২ মাস পর ক্লাস শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল।
দীর্ঘ সময় বন্ধ থাকার কারনে শিক্ষাক্রম পিছিয়ে পড়ায় বাড়তি ক্লাস নেয়ার মাধ্যমে তা পুরন করার সহ দ্রুত পরীক্ষা নেয়ার দাবি শিক্ষার্থীদের।
শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের মিক্সা কার্যক্রম স্থবির হয়ে পরে। ৬ আগষ্ট থেকে প্রতিষ্ঠানটি খুলে দেয়া হলেও শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।