শিরোনাম

খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

Views: 24

বরিশাল অফিস :: সরকারি বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠে ভবন নির্মাণের জন্য শিক্ষার্থীদের জোর করে কর্মসূচিতে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা, ভবন নির্মাণ বন্ধের দাবি করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

রবিবার (১৮ই আগষ্ট)দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদার এবং সাধারণ সম্পাদক সুজন আহমেদ এক যুক্ত বিবৃতিতে বলেন, বরিশালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বরিশাল কলেজ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নিজ বাস ভবনে অবস্থিত। বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠে ভবন করার পায়তারা কতিপয় শিক্ষক দীর্ঘদিন করে  আসছে। কলেজের শিক্ষার্থী এবং বরিশালের মানুষের বরিশাল কলেজের মাঠ রক্ষা আন্দোলনের ফলে বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের পক্ষ থেকে এই ভবনের কাজ স্থগিত করার ঘোষণা আসে এবং বিকল্প জায়গায় ভবন নির্মাণের পরিকল্পনা করার জন্য বলা হয় ।

দেশে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হওয়া রাজনৈতিক পটপরিবর্তনে যখন গোটা ছাত্র সমাজ ব্যস্ত তখন এই কলেজের শিক্ষকরা কোন ভূমিকা রাখেননি। অথচ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে কিছু সুযোগসন্ধানী মহল মাঠের মধ্যে ভবন করার চেষ্টা করছে।

নেতৃবৃন্দ বলেন,কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছাত্র সংসদ নির্বাচনসহ ছাত্রদের কিছু দাবি উত্থাপন করলে সেই দাবি পূরণের বিনিময়ে একরকম জোর করে শিক্ষকরা আজ শিক্ষার্থীদের ভবন নির্মাণের কর্মসূচিতে অংশগ্রহণ করিয়েছেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা এতে বাধা দিতে গেলে শিক্ষকদের দালাল হয়ে কতিপয় শিক্ষার্থী তাদের সাথে দুর্ব্যবহার করে ও হামলা করতে উদ্যত হয়। কলেজের কিছু শিক্ষার্থী শিক্ষকদের এধরনের কাজের বিরোধিতা করলে তাদের টিসি দেয়ার হুমকি দেয়া হয়।

নেতৃবৃন্দ বলেন, ভবনের বিকল্প জায়গা থাকার পরেও মাঠের মধ্যে ভবন নির্মাণ প্রয়োজনীয়তা কারোর বোধগম্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষকদের শিক্ষার্থীদের জিম্মি করে এধরনের হীন কাজ করা থেকে বিরত হবার আহবান জানান এবং সরকারি বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠ ধ্বংস করে ভবন নির্মাণ বন্ধের দাবি জানান।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *