শিরোনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে বরিশালের আহত কলেজ ছাত্র রিয়াজের মৃত্যু

Views: 44

বরিশাল অফিস :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়েছিলেন জেলার মুলাদী সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ রিয়াজ হোসেন (২৩)। দুই সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ১৭ আগস্ট দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

মৃত রিয়াজ হোসেন জেলার হিজলা উপজেলার লক্ষীপুর গ্রামের মাহমুদুল হক রাঢ়ীর ছেলে এবং মুলাদী সরকারি কলেজের স্নাতক শ্রেণির শেষবর্ষের ছাত্র ছিলেন। রোববার সকালে মৃত রিয়াজের বড় ভাই রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর রিয়াজ একজন সক্রিয় কর্মী হিসেবে সামনের সারিতে অবস্থান করে। গত ৪ আগস্ট ঢাকার ঝিগাতলা এলাকায় মিছিল করার সময় পুলিশের সাথে সংঘর্ষে রিয়াজ মাথায় গুলিবিদ্ধ হয়। ওইসময় তার থাকা আন্দোলনকারীদের কয়েকজনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বরিশাল হিজলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মহসিন সিকদার জানান, রিয়াজ উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ছিলেন। গত ৩১ জুলাই থেকে সহপাঠীদের সাথে রিয়াজ ঢাকায় আন্দোলনে যোগদান করে ঝিগাতলা এলাকায় অবস্থান করছিলেন। ৪ আগস্ট সকালে পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রিয়াজ। এরপর ১৭ আগস্ট রাত পৌনে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড়ভাই রেজাউল করিম আরও জানান, আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়ায় রিয়াজের অবস্থা সংকটাপন্ন ছিল। কয়েকদিন ধরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়। শনিবার রাতে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রোববার দুপুরে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *