শিরোনাম

ভারতে চিকিৎসক মৌমিতা হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

Views: 43

বরিশাল অফিস :: ভারতে চিকিৎসক মৌমিতা হত্যার প্রতিবাদে রোববার বেলা বারোটার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাসপাতালের সামনের রাস্তায় বিক্ষোভ করেন।

পরে তারা চিকিৎসককে হত্যার প্রতিবাদ জানিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। কর্মসূচিতে বরিশাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা, চিকিৎসক মৌমিতা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তির পাশাপাশি কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবি করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *