পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার জের ধরে নারী সহ চার জনকে কুপিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করেছে প্রতিপক্ষরা।
রোববার (১৮ আগষ্ট) বিকালে উপজেলার কনকদিয়া ইউপির আমীরাবাদ গ্রামে ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে এক বৃদ্ধ নারীও রয়েছে।
হাসপাতাল সূত্র জানা গেছে, উপজেলার আমীরাবাদ গ্রামের আবদুর রহমান গংদের সাথে একই বাড়ীর খালেদুজ্জামান ফোরকান এর সাথে জমি জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলছে। ঘটনার দিন বিকাল অনুমান ৫টার দিকে আবদুর রহমানের বসত ঘরের সামনে লাগানো গাছ কেটে ফেলে খালেকুজ্জামান। ওই সময় বাধা দিলে প্রথমে দু’জনের মধ্যে তর্ক হয়।
এর কিছুক্ষণ পরে ফোরকান বহিরাগত ৮/১০জনের একটি দল নিয়ে আবদুর রহমানের উপর হামলা করে। ওই সময় হামলাকারীরা আবদুর রহমান (৩৮) ও তাকে বাঁচাতে এলে শাকিল খান (৩৩) , খায়রুল হাসান (২৪) ও চন্দন বিবি (৭৫) কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হলেও অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকৎস্যার জন্য প্রত্যেকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার জরুরী বিভাগের ডাক্তার ফাতেমা জানায়, আহতের অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে অবস্থার অবনতি ঘটলে বরিশালে রেফার করা হয়। চন্দন বিবি নামক বৃদ্ধার মেরুদন্ডের হাড় ভেঙ্গে গেছে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন , আহতদের পক্ষে সাহাদত নামে একজন বাদী হয়ে অভিযোগ করেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।