শিরোনাম

‘কলকাতা টু করাচি, সবার মুখে বাংলাদেশ’

Views: 24

চন্দ্রদ্বীপ বিনোদন :: দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেশ কাটতে না কাটতেই, কলকাতাতেও শুরু হয় গণ-আন্দোলন। কোটা নিয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ‘দফা এক, দাবি এক, হাসিনার পদত্যাগ’র আদলে ওপার বাংলায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ‘দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ’ দাবি তোলা হয়েছে। এর আগে, পাকিস্তানের সংবিধান পুনরুদ্ধার ও উজ্জীবিত কারার লক্ষ্যে বিক্ষোভ করছে দেশটির শিক্ষার্থীরা।

এক কথায় বলা যায়, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানেও। আর সেখানকার বিপ্লবীদের কণ্ঠে ঘুরে ফিরে উঠে আসছে বাংলাদেশের নাম ও স্লোগান।

খবর মিলছে, পকিস্তানের করাচিতে বিপ্লবীদের কণ্ঠে স্লোগান উঠেছে ঢাকার সুরে, ‘তুমি কে? আমি কে? বাংলাদেশ! বাংলাদেশ!’ একইভাবে কলকাতার আরজি কর কাণ্ডে ফুঁসে ওঠা নাগরিকরাও যেন ঢাকার ছাত্র আন্দোলনকে অনুসরণ করছে। আর এই বিষয়টি নজরে এনে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বাংলাদেশ নামটার একটি বিশেষণ বা ট্যাগ লাইন ঘোষণা করেছেন। সেটি হলো ‘বীরের দেশ’ কিংবা ‘দ্য ল্যান্ড অব ব্রেইভ’।

চমকের কথায়, ‘কলকাতা টু করাচি, সবার মুখে বাংলাদেশের স্লোগান। বাংলাদেশীদের বীরত্বে যুগে যুগে বিস্মিত হয়েছে পুরো বিশ্ব। আর কিছু থাকুক আর না থাকুক, আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেশপ্রেম আছে। আরও আছে বাঘের মতো একটা কলিজা।’

অভিনেত্রী আরও বলেন, ‘১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪- ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। বীরেরাও আসে নতুন রূপে নতুন পরিচয়ে, কিন্তু কলিজা সেই একই! বীরের কলিজা। আর তাই আমি আমার দেশকে একটা বিশেষণ দিতে চাই। সেটি হলো “বীরের দেশ”। ইংরেজিতে “দ্য ল্যান্ড অব ব্রেইভ”।’

বলা দরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাঠে ও সোশ্যাল হ্যান্ডেলে বেশ সরব ছিলেন চমক।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *