শিরোনাম

এবার সরানো হচ্ছে সব জেলা প্রশাসককে

Views: 24

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রশাসনের সব ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে এবার দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) সরানোর সিদ্ধান্ত হয়েছে। তাদের স্থলে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে।

সোমবার (১৯ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে সূত্রে জানা গেছে।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ এসএসবির একাধিক সদস্য।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর জনপ্রশাসন ও পুলিশে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। দায়িত্ব নেওয়ার পরপরই জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয় অন্তর্বর্তী সরকার। ১৪ আগস্ট এক দিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ ছাড়া পদ-পদায়ন থেকে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে উপসচিব ও যুগ্ম সচিব পদে বড় পদোন্নতি দেওয়া হয়েছে।

পুলিশ প্রশাসনেও বড় পরিবর্তন এনেছে সরকার। আরও পরিবর্তন আনা হবে বলে জানা গেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *