পটুয়াখালী প্রতিনিধি :: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো:সোহরাব হোসেনের সভাপতিত্বে পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজল বরন দাস, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সিকদার জোবায়ের, ডেইলি সানের প্রতিনিধি আবদুল কাইয়ুম, বাংলাদেশ প্রতিদিনের দুমকি উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন।
মানববন্ধনে পটুয়াখালী প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অংশ নেওয়া বক্তারা বলেন, গণমাধ্যম জনমানুষের আয়না স্বরূপ। স্বাধীন গণমাধ্যম অবশ্যই দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সুফল একদল কুচক্রী মহল নষ্ট করতে চায়। ছাত্রদের নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজি, গণমাধ্যমসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে এই সকল কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।