পটুয়াখালী প্রতিনিধি :: ভারতের ত্রিপুরায় জলাধারের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের আট জেলা ভেসেছে বন্যায়। এর প্রতিবাদে মাঝরাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেমে উত্তাল হয়ে ওঠে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
বৃহস্পতিবার দিবাগত রাত একটায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
এ সময় পবিপ্রবির বিভিন্ন হল থেকে ছোট ছোট দলে এসে মুক্ত বাংলার চত্বরে সমবেত হন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মুক্ত বাংলার পাদদেশে এসে সমাবেশ করেন।
‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’ ‘বন্যায় আহাজারি, কোথায় গেল সম্প্রীতি’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’ ‘ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের পানির ন্যায্য হিসাব নেওয়ার সময় এসে গেছে। এখন আর তাবেদারি নয়, চাই ন্যায্য দাবি। রাজনৈতিক প্রতিহিংসামূলক যেকোনো,ধরনের আগ্রাসনের বিষয়ে ভারতকে হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা।
ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাজ্যটির পূর্বাঞ্চচলে বন্যা দেখা দেওয়ায় খুলে দেওয়া হয় গম্বুর ও গজলডোবা বাঁধ। এতে উজান থেকে নেমে আসা পানিতে তলিয়েছে বাংলাদেশের খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ আট জেলার বিভিন্ন উপজেলা।