শিরোনাম

ইন্দুরকানীতে ২ মাদরাসার অধ্যক্ষকে অপসরনের দাবিতে আলটিমেটাম

Views: 21

বরিশাল অফিস :: পিরোজপুরের ইন্দুরকানীতে টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসা ও ইন্দুরকানী এফ করিম আলিম মাদরাসার অধ্যক্ষকে অপসরনের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসার প্রধান ফটকের সামনে বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্ততা প্রকাশ করেন মাদরাসার সকল শিক্ষক ও কর্মচারীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ‘মাওলানা মো. দেলাওয়ার হোসেনকে এই মাদরাসার অধ্যক্ষের পদ থেকে অপসরণের দাবি জানাচ্ছি। দুর্নীতিবাজ, নারীলোভী, অর্থ আত্মসাৎকারী, ঘুষ নিয়ে পরীক্ষায় নকল সরবরাহকারী অধ্যক্ষকে কোন অবস্থাতেই আমরা মাদরাসায় দেখতে চাই না। তাকে যদি অপসরণ করা না হয়; তবে আমরা কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হবো।’ অপর দিকে ইন্দুরকানী এফ. করিম আলিম মাদরাসার অধ্যক্ষ মো. শাহ্ আলম কে ৪৮ ঘন্টার মধ্যে অপসরনের দাবী জানিয়ে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা এ সময় অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবী অধ্যক্ষ শাহ্ আলম কিছুদিন পূর্বে নিয়োগ বানিজ্য করেছেন এবং শিক্ষার্থীদের জন্য মাদরাসায় বরাদ্ধকৃত টাকা আত্মসাত করেছেন। তিনি আওয়ামী লীগের দোষর। ক্ষমতার অপব্যবহার করে তিনি শিক্ষক ও ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

শিক্ষার্থীদের মানববন্ধনে উপস্থিত হয়ে টগড়া মাদরাসার শিক্ষকরা জানান, ‘আমরা শিক্ষার্থীদের দাবীর সাথে একমত পোষণ করছি। অনিয়ম ও দুর্ণীতির সাথে যুক্ত থাকায় আমরা অধ্যক্ষ মাওলানা দেলাওয়ারকে অপসরণের দাবী জানাই।

এ সময় মাদরাসার সহকারী অধ্যাপক ড.আব্দুল্লাহিল মাহমুদ, আরবী প্রভাষক মোঃ ছাইফুল ইসলাম, মাহাবুব বিল্লাহ, মাওলানা হারুন অর রশীদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধীক শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকরা অধ্যক্ষ্যের পদত্যাগের দাবীতে বক্তাব্য রাখেন।

মানববন্ধন শেষে টগড়া মাদরাসার অধ্যক্ষকে অপসরনের ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে অপসরণ না হলে আগামী রোববার থেকে পাঠদান বন্ধ থাকবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *